![বইমেলার স্লোগান নিয়ে বিতর্ক, যা বললেন মাহিন সরকার বইমেলার স্লোগান নিয়ে বিতর্ক, যা বললেন মাহিন সরকার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৩-71-2502101557.jpg)
ছবি: সংগৃহীত।
বইমেলায় ব্যবহৃত স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এবারের বইমেলায় ‘মৌলবাদ নিপাত যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, "বারবার যেন মাদ্রাসার শিক্ষার্থীদের বলির পাঁঠা না বানানো হয়।" তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বইমেলার স্লোগান নিয়ে ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে।
সায়মা ইসলাম