![আইফোন ১৩ প্রো ম্যাক্স থেকে নোকিয়া বাটন ফোন : ফেসবুকে আসিফ সৈকত আইফোন ১৩ প্রো ম্যাক্স থেকে নোকিয়া বাটন ফোন : ফেসবুকে আসিফ সৈকত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Yourxt-2-2502101548.jpg)
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যতিক্রমী স্ট্যাটাস দিয়ে আলোচনায় এলেন আসিফ সৈকত। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ছবি শেয়ার করে সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন—
❝ আইফোন ১৩ প্রো ম্যাক্স থিকা আজকে আমি বাটনওয়ালা নোকিয়া ফোন ❞
তার এই স্ট্যাটাস দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ মজার ছলে মন্তব্য করেন, “বসের স্বাস্থ্যের অবনতি! আহ মেনে নেওয়া যায় না।” আবার কেউ বলেন, “কয়দিন পরে বাটন গুলো খুলে পড়ে যাবে”, “গাজিনি লুক”, “তেরেনাম-২!রাধে ফ্রম দারাজ”
তবে সৈকত নিজেই কমেন্টে এসে লেখেন—
❝ হাসবানা গায়েজ, সিরিয়াস পোস্টে হাসে শতানরা ❞
এই মন্তব্যের পর নেটিজেনদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়। কেউ বিষয়টিকে জীবনদর্শনের পরিবর্তন মনে করছেন, কেউবা ভাবছেন এটি নিছক রসিকতা।
উল্লেখ্য, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।
মো. মহিউদ্দিন