![জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে: মাহফুজ আলম জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে: মাহফুজ আলম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/image-52404-1738081460-2502101526.jpg)
ছবিঃ সংগৃহীত
বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সোমবার (১০ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।
জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।
রিফাত