![অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় ১,৫২১ জন গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় ১,৫২১ জন গ্রেপ্তার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১-2502101350.jpg)
ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর “অপারেশন ডেভিল হান্ট” এবং অন্যান্য অভিযানে মোট ১,৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলা ও অভিযানে আরও ১,১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগানের কার্তুজ, ১০টি ককটেল এবং ডজনখানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি অভিযানের প্রথম দিনেই সারা দেশে ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গাজীপুরে ৪০ জন এবং পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ নির্মূলের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। “অপারেশন ডেভিল হান্ট” সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ।
বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশকে সন্ত্রাসমুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
মো. মহিউদ্দিন