ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট: বাধা ভারত

প্রকাশিত: ১৯:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট: বাধা ভারত

ছবিঃ সংগৃহীত।

এক সময় বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের ফ্লাইট ছিল কিন্তু ২০১৮ সালে এই ফ্লাইট বন্ধ করা হয়। সময় বদলেছে, অনেক প্রেক্ষাপট বদলেছে, দীর্ঘ সাত বছর পরে আবার পাকিস্তান এবং বাংলাদেশের ফ্লাইট চালু হওয়ার কথা চলছে । তবে এবার ফ্লাইটের রুট পরিবর্তন হয়েছে। পাকিস্তানে যাওয়ার জন্য বিমানকে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে। বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে যাওয়ার জন্য ভারতের আকাশ পথ ব্যবহার করতে হবে। কিন্তু ভারত কি এই অনুমতি দিবে ? 

ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে, কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে ভারত তার আকাশ পথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। বিশেষত ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর আকাশপথ ব্যবহার করায় কড়াকড়ি আরোপ করেছে ভারত। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশ ব্যবহার করতে দেওয়া হয়নি।

ঢাকা থেকে করাচির আকাশ পথ প্রায় ২৩৭০ কিলোমিটার। যদি ফ্লাইটটি সরাসরি উড়ে যেতে পারে তাহলে ভ্রমণের সময় কমবে এবং খরচ কমবে। এখন বাংলাদেশ থেকে পাকিস্তানের যেতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রানজিট নিতে হয় এতে সময় লাগে ৮ থেকে ১২ ঘন্টা আর টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।

বাংলাদেশের ঢাকা থেকে পাকিস্তানের করাচি যাওয়ার জন্য সরাসরি কোনো বিমান সেবা ভারতীয় আকাশপথ ব্যবহার করে না। তবে, যদি কোনো ফ্লাইটে ভারতীয় আকাশপথ ব্যবহার করা হয়, তা সাধারণত একটি ট্রানজিট সেক্টরের মাধ্যমে হয়ে থাকে, যেমন দিল্লি বা মুম্বাই। এমন পরিস্থিতিতে, বিমান চলাচলে কিছু নির্দিষ্ট নিয়মাবলী এবং অনুমতিও থাকতে পারে, যেমন ট্রানজিট ভিসা বা সুরক্ষাসংক্রান্ত বিধিনিষেধ। বাংলাদেশ থেকে করাচি যাওয়ার জন্য সবচেয়ে সাধারণ রুট হলো সরাসরি পাকিস্তানি এয়ারলাইন্স বা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ফ্লাইট যা ভিন্ন ভিন্ন আকাশপথ ব্যবহার করে।

মুহাম্মদ ওমর ফারুক

×