ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে ভারত: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৯:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে ভারত: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত দীর্ঘদিন অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করেছে, তবে এখন সেই চেষ্টায় ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারত আর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “বিগত হাসিনা সরকারের আমলে ভারত তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করেনি, কারণ তারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে এড়িয়ে যেতে চেয়েছে। অথচ, একটি ভবন ধসের মতো ঘটনায় তারা বিবৃতি দিচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায়, ভারতের বিশেষ আগ্রহ রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালিত হবে, কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ এখানে সহ্য করা হবে না।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মো. মহিউদ্দিন

×