ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভিসা ছাড়া যে ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

প্রকাশিত: ১৮:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ভিসা ছাড়া যে ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিংয়ে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম, যেখানে ২০২৪ সালে ছিল ৯৭তম।

তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন, সেই সংখ্যাটি কমেছে। ২০২৪ সালে ৪২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও, ২০২৫ সালের সূচকে তা ৩৯টি দেশে নেমে এসেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা আগাম ভিসা ছাড়া যেতে পারেন ১৯০টি দেশে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করা যায়—তার ভিত্তিতেই এ সূচক তৈরি করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। দেশগুলো হলো—

বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক অবস্থান উন্নতি করলেও, আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ কমে গেছে। এই সূচক মূলত বৈশ্বিক ভ্রমণ স্বাধীনতার প্রতিফলন ঘটায় এবং কোনো দেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে।

সায়মা ইসলাম

×