ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রুমিন ফারহানা

খাজনার থেকে বাজনা বেশি

প্রকাশিত: ১৮:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

খাজনার থেকে বাজনা বেশি

ছবিঃ সংগৃহীত।

আমার দেশে খাজনার থেকে বাজনা বেশি হয় । এখানে হয় বড় বড় কথা, লুকিং ফর শত্রুজ, অপারেশন ডেভিল হান্ট, এসব অদ্ভুত অদ্ভুত কথা। আমরা আসলে জাতি হিসেবে ক্লান্ত। যমুনা টেলিভিশনের একটা টকশোতে রুমিন ফারহানাকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, গাজীপুরের যে ঘটনাটি ঘটলো সেটা কারা ঘটালো, কিভাবে ঘটলো, কাদের উস্কানিতে ঘটনা ঘটলো। আর্মি এবং পুলিশ মাঠে থাকা সত্ত্বেও কিভাবে এমন একটি ঘটনা ঘটলো। এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেয়ার কথা এবং আসল ঘটনা বের করার কথা। একইসাথে ধানমন্ডির কথা যদি বলি সেখানে একটি বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হলো, আগুন দেয়া হলো এবং পুরো ঘটনাটি ঘটলো একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে। এরপর সরকার সেটার নিন্দা জানালো। সরকার যদি কোন শক্ত অবস্থানে যেতে পারত তাহলে সমস্যা ছিল না, জার্মানিতে নাৎসিদের কে একদম মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছিল কিন্তু আমরা বাংলাদেশে সরকারের এসব অবস্থানটাই দেখতে পাচ্ছি না।

গত কয়েকদিন ধরে সরকারের ব্যাপক সমালোচনা করে যাচ্ছেন রুমিন ফারহানা। রাতে বের হতে ভয় পান তিনি। দেশে নিজেকে আগের থেকে অনিরাপদ মনে করেন এই বিএনপি নেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

মুহাম্মদ ওমর ফারুক

×