![পুলিশ কোন পতিত অফিসারের কথা শুনে না, বেনজীরকে উদ্দেশ্য করে সাবেক পুলিশ কর্মকর্তা পুলিশ কোন পতিত অফিসারের কথা শুনে না, বেনজীরকে উদ্দেশ্য করে সাবেক পুলিশ কর্মকর্তা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/33-16-1-2502101152.jpg)
ছবিঃ সংগৃহীত
পুলিশের সাবেক কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান তার এক ফেসবুক স্ট্যাটাসে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সমালোচনা করে বলেছেন, আপনার ভাষায় 'এন্টি আওয়ামীলীগ রাজনৈতিক দল বিএনপি আর জাতীয় পার্টি' এর সময় যে পুলিশ রিক্রুট হয়েছে তারা সবাই আপনার প্রিয় দলের বিপক্ষে।
এত সরলীকরণ করলে কি চলে? আপনি নিজেও তো এরশাদ আমলে ঢুকেছেন পুলিশে, বিএনপি আমলে যাবতীয় সুযোগ-সুবিধা-বিদেশ ভ্রমণ-প্রমোশন সবই নিয়েছেন। বিএনপি আমলেই রাজারবাগে ফোর্সের টিএ ডিএ এর টাকা আত্মসাৎ, নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গ, কিশোরগঞ্জে জুনিয়র কর্মকর্তার স্ত্রীর সাথে অশোভন আচরণ, পুলিশ সদর দপ্তরে বসে সরাসরি বিদেশী দূতাবাসের সাথে যোগাযোগ এসব অভিযোগে বিভাগীয় মামলা থেকে হাতে পায়ে ধরে বিএনপি সরকারেরই আনূকুল্য নিয়ে কোনরকমে পার পেয়েছেন।
বিএনপি সরকার সৃষ্ট পিওএইচএস আবাসিক এলাকায় বরাদ্দের চেয়ে বেশী জমি নিয়ে দশ কাঠার বিশাল প্লট বাগিয়েছেন। শুধু তাই নয়, বিএনপি আমলেই আপনি সরকারের অনুমোদনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চাকরি করতে গেছেন। তো আপনি কি তাই বলে বিএনপি'র সমর্থক হয়ে গিয়েছিলেন? আওয়ামী লীগের ক্ষমতা পেয়ে পরে তো ঠিক তার উল্টোই করেছেন।
আপনার নেত্রী যেমন গায়েবী ভাষণ দিয়ে দেশে অবস্থানরত তার নেতাকর্মীদের বিপদে ফেলেছেন। আপনি তেমনি দূরদেশে বসে অডিও বক্তৃতা দিয়ে দেশের অনেক অফিসারকে বিপদে ফেলেছেন। সন্দেহের চোখ যাবে এখন অনেকের দিকে।
মনে রাখা দরকার পুলিশ কোন পতিত অফিসারের কথা শুনে না, আপনিও কাউকে পাবেন না যেমন করে আপনি চাইছেন। রাজনৈতিক বন্ধুদের বাহবা নেয়ার জন্য আবোলতাবোল বলতে পারবেন শুধু।
রিফাত