ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পুলিশের অধীনস্থরা আপনার নাম শুনলে থুথু দেয়, বেনজীরকে উদ্দেশ্য করে সাবেক পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১৭:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের অধীনস্থরা আপনার নাম শুনলে থুথু দেয়, বেনজীরকে উদ্দেশ্য করে সাবেক পুলিশ কর্মকর্তা

ছবিঃ সংগৃহীত

পুলিশের সাবেক কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান তার এক ফেসবুক স্ট্যাটাসে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সমালোচনা করে বলেছেন, আপনি প্রাক্তন পুলিশ প্রধান। শিক্ষায়,স্বাস্থ্যে, অহমিকায়, দুর্নীতিতে, কুকীর্তিতে, বাহিনীর দলীয়করণে, চাকুরী শৃঙ্খলা তছনছ করায়, শর্তহীন রাজনৈতিক আনুগত্যে নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেই আপনিই বিদেশ থেকে আপনার ফ্যাসিবাদী বন্ধুদের কাছে পুলিশ নিয়ে মিথ্যে মিথ দাঁড় করিয়ে আবার এক নোংরা খেলায় মেতেছেন।  

সুযোগ পেলেই আপনার পতিত দলের সমর্থনে পুলিশ নেমে যাবে সে বিশ্বাস কি সত্যি আপনি করেন? যেখানে  আগষ্টের ৩/৪ তারিখ অন্য বাহিনী আন্দোলনরত জনসাধারণের উপর গুলি চালানো বন্ধ করে দেয়, আপনার পুলিশ ৫ তারিখ সন্ধ্যা পর্যন্ত গুলি চালাচ্ছিল, অন্ধভাবে তখনো তারা মরছিল আর মারছিল। আপনার প্রিয়ভাজন ষ্টার কপেরা গুলি চালাবার নির্দেশ দিয়ে হেলিকপ্টারে সটকে পড়ে। অধীনস্থরা নির্দেশনার জন্য কাউকে খুঁজে পায়নি। সেই  বিপদসংকুল সময় পার করা অধীনস্থরা আপনার বা আপনার দলের প্রতি প্রসন্ন থাকবে?  হাসালেন।

আপনার মত চরমভাবে দলীয় চিহ্নিত কিছু কর্মকর্তার অবিমৃষ্যকারীতায় জনরোষে পিষ্ট , ক্ষত বিক্ষত পুলিশ আপনাকে  আর সমীহ করে না ব্রো। অধীনস্থরা আপনার আর আপনার  রেখে যাওয়া অনুসারীদের নাম শুনলে এক দলা থুথু দেয় , আপনাদের বিচার চায় প্রকাশ্যে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/1WjRoX4oB1/

রিফাত

×