ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শাহবাগে শিক্ষকদের অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

প্রকাশিত: ১৬:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শাহবাগে শিক্ষকদের অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

ছবিঃ সংগৃহীত।

আজ দুপুরে ঢাকার শাহবাগ মোড়ে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেন। তারা অভিযোগ করেছেন, সরকার তাদের সুপারিশকৃত নিয়োগ বাতিল করে দিয়েছে, যা তারা বৈষম্যমূলক হিসেবে দেখছেন।

দুপুর ১টা ২০ মিনিটে শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষকরা তাদের প্রতিবাদ জানাতে থাকেন। তারা নিয়োগ বাতিলের বিরুদ্ধে এবং দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের এই অবস্থান তুলে দিতে পুলিশ জলকামান এবং টিয়ারশেল ব্যবহার করে। তবে কিছু সময় পর আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে জড়ো হতে দেখা যায়।

শিক্ষকদের দাবি, বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করেছিল এবং পরে তা বাতিল করে দেয়, যা তারা অত্যন্ত অনুচিত এবং বৈষম্যমূলক হিসেবে মনে করছেন।

মুহাম্মদ ওমর ফারুক

×