ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

একলা নয়, তিন বন্ধুকে সঙ্গে নিয়েই একুশে পদক নিচ্ছেন ‘অভ্র’ আবিষ্কারক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

একলা নয়, তিন বন্ধুকে সঙ্গে নিয়েই একুশে পদক নিচ্ছেন ‘অভ্র’ আবিষ্কারক

ছবিঃ সংগৃহীত

বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অভ্র কী-বোর্ড আবিষ্কারক মেহদী হাসান খান দলগতভাবে একুশে পদক গ্রহণ করবেন। তাঁর সঙ্গে রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা ও এ পদক নেবেন, যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, মেহদী একা পুরস্কার নিতে চাননি, তাই তাঁর তিন বন্ধুদের সঙ্গেই এই সম্মান গ্রহণ করবেন। তারা সবাই বিভিন্ন দেশে বসবাস করলেও, পুরস্কার গ্রহণে একত্রিত হতে আসবেন বাংলাদেশে।

ফারুকী বলেন, "এটি যুবকদের জন্য অনুপ্রেরণা হবে, যে তারা যে অবস্থানেই থাকুক না কেন, নিজেদের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে পারবে।"

জাফরান

×