ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ওসি সাহেব সাবধান, খবর আমাদের কাছে চলে এসেছে কীসের ইঙ্গিত দিলেন ইলিয়াস?

প্রকাশিত: ১৪:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ওসি সাহেব সাবধান, খবর আমাদের কাছে চলে এসেছে কীসের ইঙ্গিত দিলেন ইলিয়াস?

আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমের মেয়ের জামাইকে ছাত্র হ'ত্যা মা'মলা'য় নিউমার্কেট থা'না পু'লিশ আ'ট'ক হয়েছে উল্লেখ করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্ট করেছেন।

সাংবাদিক ইলিয়াস হোসেন আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১ টা ৩০ এ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি করেন।

পোস্টে সাংবাদিক ইলিয়াস বলেন,আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমের মেয়ের জামাইকে ছাত্র হ'ত্যা মা'মলা'য় নিউমার্কেট থা'না পু'লিশ আ'ট'ক হয়েছে

একজন সমন্বয়কের তদবিরে তাকে অন্য মা'মলায় গ্রে'প্তার দেখানাের পায়তারা চলছে উল্লেখ করে তিনি আরো বলেন,আরটিভির কিছু সাংবাদিক এবং একজন সমন্বয়কের তদবিরে তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানাের পায়তারা চলছে। ওসি সাহেব সাবধান, খবর আমাদের কাছে চলে এসেছে৷

 

ফুয়াদ

×