ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ড. ইউনুসের গ্রামীণ ভবন পোড়ার বিষয়ে যা জানা গেল

প্রকাশিত: ১৪:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনুসের গ্রামীণ ভবন পোড়ার বিষয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে "ব্রেকিং নিউজ চালিয়ে যাও, জ্বালিয়ে দেওয়া হলো ইউনুসের গ্রামীণ ভবন।। আলহামদুলিল্লাহ" শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। এই পোস্টে দাবি করা হয় যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

তবে, তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার এই দাবির সত্যতা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আসলে গ্রামীণ ভবন নামে কোন ভবনে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা খবরটি প্রমাণবিহীনভাবে ছড়িয়ে পড়েছে।

গ্রামীণ ভবন বলতে সাধারণত মিরপুরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনটি বুঝানো হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ভবনটি তালাবদ্ধ করা হলে, সে সময় ড. ইউনুস একটি সংবাদ সম্মেলন করেন। বর্তমানে এই ভবনটির সম্পর্কে সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি, এবং এটি কোনোভাবেই জ্বালিয়ে দেয়ার কোন খবর নেই, এমনটাই জানিয়েছে রিউমর স্ক্যানার।

অতএব, ইন্টারনেটে যে খবরটি গ্রামীণ ভবন জ্বালিয়ে দেয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

নুসরাত

×