ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

পিনাকী ইস্যুতে সারাদেশে একযোগে আওয়ামী লীগের উপর হামলার নির্দেশ দেয়া হবে বললেন ইলিয়াস

প্রকাশিত: ১৪:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পিনাকী ইস্যুতে সারাদেশে একযোগে আওয়ামী লীগের উপর হামলার নির্দেশ দেয়া হবে বললেন ইলিয়াস

আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি, কনক সারওয়ার এবং পিনাকী ভট্টাচার্যকে নানভাবে হু'মকি দেয়া হচ্ছে বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

সাংবাদিক ইলিয়াস আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২ টায় (১০ ফেব্রুয়ারি) তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান।

 ইলিয়াস তাঁর পোস্টে বলেন, আমেরিকা এবং ফ্রান্স থেকে কদিন ধরে আমি, কনক সারওয়ার এবং পিনাকী ভট্টাচার্যকে নানভাবে হু'মকি দেয়া হচ্ছে৷ বিশেষ করে পিনাকী ভট্টাচার্যকে সরাসরি হ'ত্যার হু'মকিও দেয়া হয়েছে৷

বিদেশে পলাতক আওয়ামিলীগারের পেইজ এর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আজকে যে কোন একজন বিদেশে পলাতক আওয়ামী লীগারের পেইজ থেকে পিনাকী ভট্টাচার্যের পরিবারের বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট করেছে৷ উস্কানীমূলক সেই পোস্টের মাধ্যমে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকীদার পরিবারের উপর হামলার নির্দেশনা দেয়া হয়েছে৷ দেশে থাকা কোন আওয়ামী লীগ যদি পিনাকীর পরিবারের কোন ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের কারও পরিবার দেশে অক্ষত থাকবে না৷ সারাদেশে একযোগে আওয়ামী লীগের পরিবারের উপর হামলার নির্দেশ দেয়া হবে৷

ইলিয়াস তাঁর পোস্টে আরো বলেন, অতএব দেশে থাকা আওয়ামী লীগারদের বলবো, বিদেশে পা'লিয়ে যাওয়া আওয়ামী লীগের সুবিধাবাদীদের ফাঁদে পা দিবেন না৷ তারা যতো উস্কানী দিবে দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের লোকজন তত বেশি বিপদে পড়বে৷

আওয়ামী লীগকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের বিচার হবে তারপর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কবে আবার রাজনীতি করতে পারবে৷ একটা জিনিস মনে রাখবেন, হাসিনা তার পরিবার এবং আত্মীয়স্বজনকে তার পালানোর একদিন আগেই সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, আপনাদের কথা চিন্তা করে নাই৷

আমরা আওয়ামী লীগের কারও অপরাধের জন্যে তাদের পরিবারের উপর প্রতিশোধে বিশ্বাসী না, অতএব নিজেদের বিপদ নিজেদের ঘাড়ে ডেকে আনবেন না৷

ফুয়াদ

×