ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

স্বৈরাচার চলে যায়নি: ড. ইউনুস

প্রকাশিত: ১৪:০৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

স্বৈরাচার চলে যায়নি: ড. ইউনুস

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচার এখনো যায়নি। জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী ইতিহাসের স্রষ্টা কাজেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

জুলাই অভ্যুত্থানে শহীদদের কয়েকজনের পরিবার সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে গেলে সেখানে এসব আলোচনা করেন তিনি। 

এছাড়াও দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

সেখানে তিনি বলেন, আজকে যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। এখানে বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। 

এছাড়াও তিনি বলেন, তোমরা বলার সময়ই বলেছ আমাদের এখানে স্বৈরাচারী লোক বসে আছে, তারা চলে যায়নি। তোমরা বলেছ তারা সরকারে আছে। আমি বলব তারা তোমার গ্রামেও আছে। কিন্তু তুমি করতে পারছো কিছু? তুমি তো আজকে দুঃখ প্রকাশ করতে আসছো। 

সবশেষ তিনি বলেন, সেই তেজ শরীরে আসতে হবে এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও।
 
একই সাথে বক্তব্য রাখার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=uEB7ohI4tEc

শিলা ইসলাম

×