ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ধানমন্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার

প্রকাশিত: ১৩:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার

ছবি: সংগৃহীত

ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন এগুলো মানুষের না কি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”

শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিনে গত বুধবার ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি ভাঙা শুরু হয়। পরদিন বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না করা হয়।

এরপর থেকেই ভবনের ধ্বংসস্তূপ থেকে রড বের করে নেওয়ার জন্য হাতুড়ি চালাতে দেখা যায় অনেকে। কেউ কেউ ভবনের অবশিষ্ট অংশে রড খুঁজেছেন, আবার কেউ ফাঁকা জায়গার মাটি খুঁড়ে বৈদ্যুতিক তার বের করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি, প্রতিবাদকারীরা বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টেও প্রবেশ করেন। তাদের অনুমান, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলতে থাকে।

সোমবার সেখানে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায় এবং পরিদর্শন করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিলা ইসলাম

×