ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

উপদেষ্টা নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান

প্রকাশিত: ১৩:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টা নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান

ছবি সংগৃহীত

দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সম্প্রতি একটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে তিনি দায়িত্ব নেওয়ার আগে সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। এটি খুব দ্রুতই ঘটবে বলে নিশ্চিত হওয়া গেছে।

সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। তারা নির্বাচনের আগে পদ ছাড়বেন বলে জানা গেছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি গঠন করে এবং জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়। এখন এই দুটি সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠন করা হচ্ছে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×