ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

এবার সাংবাদিক ইলিয়াসের লাইভে মুখোশ পড়ে জয় বাংলা সমর্থকের প্রবেশ

প্রকাশিত: ১৩:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এবার সাংবাদিক ইলিয়াসের লাইভে মুখোশ পড়ে জয় বাংলা সমর্থকের প্রবেশ

 

ছাত্র জনতার আন্দোলনে গেল বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। যে ছাত্রদের বুকে গুলি চালানোর কারণে জুলাই বিপ্লবের প্রেক্ষিত তৈরি হয়, সে ছাত্রদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য ৫ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ।

ছাত্র জনতা সিদ্ধান্ত নেয় রাত ৯ টায় হাসিনার বক্তব্যের সময় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে।

রাত নয় টার কথা বলা হলেও ছাত্র জনতা রাত ৮ টার কিছু পরেই গাঁইতি শাবল হাতে করে নিয়ে ধানমন্ডির বাসা ভাঙতে শুরু করে। এসময় ফেসবুক লাইভে সাংবাদিক ইলিয়াস হোসাইন ঈদ মোবারক জানিয়ে শেখ মুজিবুরের বাড়ি ভাঙার বিষয়ে লাইভে কথা বলার জন্য পিনাকী ভট্টাচার্য কে সরাসরি যুক্ত করেন।

লাইভে যুক্ত হয়ে পিনাকী ও সমগ্র ছাত্র জনতাকে ঈদের শুভেচ্ছা জানান।এ বিষয়ে পিনাকী বলেন, ঈদ মোবারক ইলিয়াস।

ফেসবুকের আলোচনার এক পর্যায়ে ধানমন্ডি ৩২ থেকে ছাত্র জনতার মধ্যে অনেকেই সরাসরি লাইভ এ যুক্ত হন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন। লাইভে সেসময় একজন বলেন, তখন আমি আপনাকে সালাম না দিয়ে পারলাম না। আপনি আমাদের কলিজার ভাই ।

সেসময় শেখ মুজিবের বাড়ি ভাঙার দৃশ্য লাইভ স্ক্রীনে চলার সময় হুট করে দুটি বিশেষ ঘটনা ঘটে।

প্রথমে লাইভে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে একজন যুক্ত হন এবং সাংবাদিক ইলিয়াস হোসাইনের কাছে বাড়ি ভাঙার জন্য আক্ষেপ প্রকাশ করেন। এ বিষয়ে লাইভে যুক্ত ব্যাক্তি ইলিয়াসকে উদ্দেশ্য করে বলেন, বলছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল?

এই সময় ইলিয়াস হোসাইন তাঁর প্রশ্নের জবাবে , জুলাই আগস্টে হাসিনা সরকারের নির্বিচারে মানুষ হত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং বলেন আপনি বললে তো একজন মানুষের দাম বেশি , নাকি সারা পৃথিবীর দাম বেশি? মানে একটা মানুষের জীবনের দাম বেশি না কি সারা পৃথিবীর দাম বেশি৷ আপনি বলেন, যে পোলাপান গুলো খালি হাতে তাদের বুকের মধ্যে গুলি বন্দুক ঠেকিয়ে ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই?দেখছেন লাশ কীভাবে গাড়ির উপর থেকে নীচে ফেলছেন ভাই?

এর পরেই ইংরেজি অধ্যক্ষরে জয় বাংলা নামে আরেকজন সাদা মাস্ক পরে লাইভে যুক্ত হন।মাস্ক পরিহিত অজ্ঞাত আওয়ামি সমর্থককে বারবার কথা বলার অনুরোধ করা হলেও সে মুখ খোলেনি এবং মুখ্য সরায়নি।

এসময় সাংবাদিক ইলিয়াস বলেন, জয় বাংলা ভাই বলেন, কিছু বলেন বলে সুন্দর করে বলেন। যদি গালাগালিই না করে সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই, কিছু বলেন ।

ফুয়াদ

×