![ধানমন্ডি ৩২ থেকে নতুন রহস্য উন্মোচন করলো সিআইডি ধানমন্ডি ৩২ থেকে নতুন রহস্য উন্মোচন করলো সিআইডি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-46-2502100619.jpg)
ছবি সংগৃহীত
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখান থেকে কিছু ‘হাড়গোড়’ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে আলামত সংগ্রহ শুরু করে।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, উদ্ধার হওয়া হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির টিম আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে।
৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার দেশত্যাগের ছয় মাস পূর্তিতে একটি অনলাইন প্রচারণার মাধ্যমে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওইদিন রাত ৮টার পর বিক্ষুব্ধ ছাত্ররা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে। প্রথমে ভাঙচুর, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ৩২ নম্বরের বাড়ির পাশে নির্মাণাধীন বহুতল ভবনের বেজমেন্টে রহস্যময় ‘আয়নাঘর’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দল সেখানে পানি সেচের কাজ চালায়, তবে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি।
সোমবার সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। উদ্ধার হওয়া হাড়গোড়গুলো কোথায় পাওয়া গেছে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি তারা।
আশিক