![ধানমন্ডি ৩২ থেকে ’হাড়গোড়’ পেয়েছে সিআইডি ধানমন্ডি ৩২ থেকে ’হাড়গোড়’ পেয়েছে সিআইডি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/8eb7a38ef309ed713445ea98fffe422b-67a994f21efe9-2502100615.jpg)
ছবি: সংগৃহীত।
ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন থেকে সিআইডি 'কিছু হাড়গোড়' উদ্ধার করেছে, যা এখনো নিশ্চিত নয় মানবদেহের না অন্য কোনো প্রাণীর হাড়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করে।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, "৩২ নম্বরের বাড়ির ভেতর কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো মানুষের নাকি অন্য প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে।" আলামত সংগ্রহ শেষে সিআইডি টিম সোয়া ১০টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে।
গত বুধবার, শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ৩২ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। পরদিন, বৃহস্পতিবার, দিনভর সেখানে লুটপাটের ঘটনা ঘটে। বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না করে রাতে বড় এক জেয়াফত আয়োজন করা হয়।
এসময় ভাঙা ভবন থেকে হাতুড়ি দিয়ে রড ও অন্যান্য কাঠামো বের করে নেওয়ার দৃশ্য দেখা গেছে। কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশের মধ্যে হাতুড়ি চালিয়ে রড বের করার চেষ্টা করেছেন, আবার কিছু লোক ভাঙা অংশের মাটি খুঁড়ে বের করেছেন বৈদ্যুতিক তার।
নুসরাত