![ইউনূসের গ্রামীণ ভবন জ্বালানোর খবর নিয়ে যা জানা গেল ইউনূসের গ্রামীণ ভবন জ্বালানোর খবর নিয়ে যা জানা গেল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-45-2502100605.jpg)
ছবি সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ভবন জ্বালিয়ে দেয়া হয়েছে। ফেসবুকের একাধিক পোস্টে এই দাবি করা হয়েছে ‘ব্রেকিং নিউজ চালিয়ে যাও, জ্বালিয়ে দেয়া হলো ইউনুসের গ্রামীণ ভবন, আলহামদুলিল্লাহ’ শীর্ষক পোস্টের মাধ্যমে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে এই তথ্য মিথ্যা এবং কোনো ধরনের প্রমাণ নেই। অনুসন্ধানে জানা গেছে, গ্রামীণ ভবনে কোনো আগুন দেয়ার ঘটনা ঘটেনি।
অনুসন্ধানে আরও জানা যায়, পোস্টের সঙ্গে সংযুক্ত ভিডিওটি আসলে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে ঘটে যাওয়া বিক্ষোভের ভিডিও। ৫ ফেব্রুয়ারি, গ্রামীণফোনের সাবেক কর্মীরা অবৈধ চাকরিচ্যুতি এবং বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন।
এছাড়া, মিরপুরের গ্রামীণ টেলিকম ভবন গত বছর ফেব্রুয়ারিতে তালাবদ্ধ করা হয়েছিল এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল। তবে সম্প্রতি এই ভবন জ্বালিয়ে দেয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এভাবে ইন্টারনেটে ছড়ানো দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা।
আশিক