![প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা আপনাদের জন্যে আরেকটা সুখবর: ইলিয়াস প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা আপনাদের জন্যে আরেকটা সুখবর: ইলিয়াস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/79-2502100600.jpg)
প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা আপনাদের জন্যে আরেকটা সুখবর বলে মন্তব্য করেছে, সময়ের আলোচিত বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
সাংবাদিক ইলিয়াস হোসেন আজ সোমবার(১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১ টা ৩০ এ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
সাংবাদিক ইলিয়াস তাঁর পোস্টে আরো উল্লেখ করেন,বিডিআরের আরেকজন সদস্য আজকে সকাল ৭টায় মা'রা গিয়েছেন, লা'শ ঢাকা মেডিকেলে আছে, এনামুল হকের জামিন নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
(ব্যাচ নং: ৪৩২৭৭) উল্লেখ করে ইলিয়াস তাঁর পোস্টে আরো বলেন, বিডিআরের ১০ বছরের সাজাপ্রাপ্ত এনামুল হক (ব্যাচ নং: ৪৩২৭৭) সিভিল আইন মামলায় মোট ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন৷ আরও ৫ বছর আগে ওনার সাজার মেয়াদ শেষ হয়েছিলো, ৫ বছর বাড়তি জেল খেটেছে৷ কিন্তু আপনারা (বা.... বি'প্লবী সরকার) ৬ মাসের মধ্যে ওনাকে পরিবারের কাছে গিয়ে মরতে দেয়ার সুযোগটা করে দিতে পারলেন না৷ সবশেষ শু'নানীতে ওনাকে জামিন দিলেও নিজেদেরকে শান্তনা দিতে পারতেন৷ কিন্তু হাতকড়া নিয়েই চলে গেলেন এনামুল হক৷ এখন এনামুল ভাইয়ের পরিবারের কাছে কি জবাব দিবেন?
তিনি তাঁর পোস্টে আরো বলেন, বিপ্লবী শুকর ছানারা আল্লাহ যেন তোমাদের প্রাপ্য তোমাদেরকে ফিরিয়ে দেন৷
ফুয়াদ