ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

আমান আজমী

নেতাকর্মীদের রেখে যেভাবে পালালেন সে বর্ণনা দিতে রবীন্দ্রনাথও ফেল করবে

প্রকাশিত: ১০:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নেতাকর্মীদের রেখে যেভাবে পালালেন সে বর্ণনা দিতে রবীন্দ্রনাথও ফেল করবে

ছবি: সংগৃহীত

নেতাকর্মীদের অসহায় রেখে যেভাবে পালালেন তিনি তার, বর্ণনা দিতে রবীন্দ্রনাথ ও ফেল করবে। শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে এমন ফেসবুক পোস্ট করেন আব্দুল্লাহিল আমান আজমি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করে একটি পোস্ট শেয়ার করেন। 

পোস্ট এর শুরুতেই তিনি লিখেছেন, প্রসঙ্গ: পালানো। 

তিনি আরো লিখেছেন, মুক্তির পর শুনলাম কে নাকি বলেছিল, পালায় না। ব্যারিস্টার ফুয়াদের এক বক্তব্য ইউটিউবে দেখলাম। উনার পালানো প্রসংগে তিনি বলছেন, পালাইলি কেন? আসলে, বিপদে পরলে পালানোর শিক্ষা তো মেয়ে তার বাবা থেকেই পেয়েছে (আমার পূর্বের পোষ্টে দেখুন)। 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, আমাকে হত্যার হুকুম দিয়ে, দলের সব নেতাকর্মীদের অসহায় অবস্থায় ফেলে রেখে জান আর বোন নিয়ে যেভাবে পালালেন তিনি, সেটার বর্ণনা দিতে উনাদের পূজনীয় রবীন্দ্রনাথও ফেল করবে।

প্রসঙ্গত, আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশের অবসরপ্রাপ্ত একজন সেনাবাহিনী কর্মকর্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রাক্তন আমির গোলাম আজমের ছেলে। তাকে ২০১৬ সালে আয়না ঘরে বন্দি রাখা হয়।


 

শিলা ইসলাম

×