ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

নির্বাচনি ট্রেন চলার জন্য প্রস্তুত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনি ট্রেন চলার জন্য প্রস্তুত

বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন নির্বাচনি ট্রেন এখন চলার জন্য প্রস্তুত। বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান বলেন,  আমরা সকলেই শুনেছি  প্রধান উপদেষ্টার ভাষ্য অনুয়ায়ি চলতি বছরের শেষের দিকে আংশিক সংস্কারের মাধ্যমে নির্বাচন করা যেতে পারে।

বর্তমানে রাষ্ট্র কাঠামো ঠিক নেই। কোন কিছুই ঠিকভাবে চলছে না। প্রশাসন হোক বা  অন্যান্য যেকোন সেক্টরে হোক। সব জায়গাতেই সঠিক পরিকল্পনা খুবই জরুরী। 

একটি বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলেন,  সব দলের মতামত নিয়ে আশা করা যাচ্ছে যে, চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব  আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জুলাই বিপ্লবের সেন্টিমেন্ট ছিল যে, একটা নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত।  আর বন্দোবস্ত হলো একটা নির্বাচন। শুধু মাত্র আগামী নির্বাচনটাই আসলে মুখ্য বিষয় নয়। যেন বারবার বাংলাদেশে এরকম রাজনৈতিক সংকট তৈরি না হয় এবং এর পরবর্তিতে যত নির্বাচন আসবে।

সেই নির্বাচনগুলো যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেদিকে ফোকাস করেই আসলে জুলাই বিপ্লব এবং সব রাজনৈতিক দলগুলো কিন্তু সেভাবেই কথাগুলো বলেছে।
 

শহীদ

×