
ছবি: সংগৃহীত
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০ জুলাই (২০২৪) আমরা সরাসরি বিএনপি'র হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম। (বলেছিলাম,) খুনের পর খুন হচ্ছে, আমরা বড় কিছু ভাবতেছি। (তখন) আমাদেরকে বলা হয়েছিল, আমরা এখনও হাসিনার পতন নিয়ে ভাবছি না।
তার এই সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
কেউ কেউ ২০২৪ সালের ২১ জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক ফেসবুক স্ট্যাটাস পোস্ট করেছেন, যে পোস্টে তারেক রহমান লিখেছিলেন, "হাসিনার খুনী বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে। হাসিনার পতনের আন্দোলনে সর্বশক্তি দিয়ে চূড়ান্তভাবে মাঠে নামুন। আজ থেকে, এখন থেকে।"
এখন প্রশ্ন উঠছে, বিএনপির কোন শীর্ষ নেতা সারজিস আলমকে বলেছিলেন যে, দল তখনও শেখ হাসিনার সরকার পতনের বিষয়ে ভাবছে না? বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে কিংবা বাইরে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে আলোচনা ও বিতর্ক চলছেই।
এম.কে.