
ছবি : সংগৃহীত
তাদের চোখগুলিতে কোনদিকে গিয়ে পড়ছে! অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী, রাষ্ট্রদোহী। তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো! যেখানেই উন্নয়ন, সেখানেই ধ্বংস। ঠিক কিনা, বিটিভি- ধ্বংস, মেট্রোরেল- ধ্বংস, সেতু- ধ্বংস। যেখানেই উন্নয়ন, সেখানেই ধ্বংস। আমরা কি চুপচাপ বসে থাকবো! হ্যাঁ! হ্যাঁ! বীর মুক্তিযুদ্ধ আছে এখানে। এই যে আমাদের, এই যে বীর মুক্তিযুদ্ধো।
মুক্তিযুদ্ধ করে দেখ স্বাধীন ওনারা স্বাধীন কইরা গেছেন। দায়িত্ব এখন আমাদের। আপনারা বসেন আর দোয়া করেন। আমরা কাজ করবো। ঠিক কিনা! হ্যাঁ! আবার প্রতিরোধ গইড়া তুলেন। জায়গায় জায়গায় আমি দেখতেছি, তারা, কি হইছে! আন্দোলন হইছে। আমাদের সরকারসহ সব ভেঙ্গে দিছে। আমি তো একটাও দেখি না যে মাইনা নেই নাই। বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, তারা বলতেছে, এটা প্রত্যাহার, প্রত্যাহার, প্রত্যাহার। তারপরেও ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে চলছে। চলছে কিনা! চলছে!
আপনারা যার যার জায়গা থেকে অ্যার্লাট থাকবেন। গোটা বাঘের হাতে আমরা দুর্গ গইড়া তুলবো। কি কইরা তুলবো! প্রতিরোধের দুর্গ ধইরা তুলবো। এখানে কেউ নাশকতাকারী, সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী চক্রের স্থান তাদের হাতে বাগেরহাটের মাটিতে নেই। কথাগুলা রাজনৈতিক হয়ে যাই, কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আসছে। ঠিক আছে কিনা!
আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই। ঠিক আছে কিনা! হ্যাঁ! এই যে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, চোন ক-ন খোলা রাখেন, আমাদেরকে ইনর্ফম করেন। উই উইল টেক স্ট্যান্ড অ্যাকশন এগেন্স্ট দোজ পার্টি। ঠিক আছে কিনা! আমি আর কথা বাড়াবো না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন এগুলো দেখি।
যেখানে এই উন্নয়ন, যেখানে এই যে স্মার্ট বাংলাদেশে ট্রান্সফারমেশনের স্বপ্ন, সেই আইসিটি সেক্টর, সেই স্মার্ট বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ, সেই স্বপ্নে আমাদের কি করছে তারা! প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করবো, এই হোক আমাদের প্রত্যয়।
আগস্ট মাস, শোকের মাস। আগামীকাল থেকে পহেলা আগস্ট, শোককে পরিণত করবো শক্তিকে ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা! আপনাদের সাথে, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে প্রতিরোধ করবো। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
মো. মহিউদ্দিন