ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ আহত ২০

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ম্যাটস শিক্ষার্থীদের  লং মার্চে পুলিশের  লাঠিচার্জ  আহত ২০

চার দফা দাবিতে রবিবার রাজধানীর শাহবাগে অবস্থান নেন সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা

চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশএতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেনরবিবার বিকেল সোয়া ৫টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়

আহতরা শিক্ষার্থীরা হলেন- নওগাঁ ম্যাটসের মেহরাব (২০) প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) ও ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুলসহ (২৮) আরও দুজন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ জনকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হয়েছেপরে তাদের জরুরি বিভাগে চিকিসা দেওয়া হয়

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করে সচিবালয়ের দিকে যেতে চায় ম্যাটস শিক্ষার্থীরাএ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেপরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারাআহতরা জানান, গত ২৩ সাল থেকে তাদের চার দফা দাবিতে আন্দোলন চলছেএর মধ্যে কয়েকবার আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নিকিছুদিন আগে উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেন নাই

চার দফা হলো- শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা ও স্বতন্ত্র শিক্ষা বোর্ড

আহতরা বলেন, সকাল থেকে শাহবাগে আমাদের আন্দোলন ছিলবিকেলে শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলামশিক্ষা ভবনের সামনে আসলে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের ওপর হামলা করেটিয়ারগ্যাস, জলকামান নিক্ষেপ করেএতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও কেন সচিবালয়ে দিকে যাচ্ছেন জানতে চাইলে শরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে নাআমাদের নিয়ে বৈঠক করতে হবেসবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব

×