ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

করুণ পরিণতির হুঁশিয়ারি দিলেন মাসুদ কামাল

প্রকাশিত: ১৯:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

করুণ পরিণতির হুঁশিয়ারি দিলেন মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং বর্তমান অবস্থা অব্যাহত থাকলে করুণ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।

এক আলোচনায় তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। তবে এসব ঘটনা নতুন বা অজানা নয়, বরং যেসব ব্যক্তি এসব ঘটনার পেছনে রয়েছে, তারা প্রকাশ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, কিছু ব্যক্তি ফেসবুকে সরাসরি ঘোষণা দিয়ে বলেছে, কোথায় তারা হামলা চালাবে, কী ধ্বংস করবে, অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, দেশে বহুবার বিভিন্ন সরকারের আমলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। অতীতে বিএনপি সরকার "ক্লিন হার্ট" নামে একটি অভিযান চালিয়েছিল, যার ফলাফল ছিল ভয়াবহ। এখন আবারও তেমনই এক "ডেভিল হান্ট" পরিচালনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডেভিল কারা? কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে?

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

মাসুদ কামাল বলেন, যেখানে ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ উপস্থিত ছিল, থানাও ছিল, তবুও কেন তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হলো? এ নিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি উল্লেখ করেন, অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, তবে তার পরিণতি সুখকর হয়নি।

বর্তমান পরিস্থিতির পরিণতিও একই রকম হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এবং সবাইকে এই করুণ পরিণতির জন্য অপেক্ষা করার হুঁশিয়ারি দেন।

ভিডিও দেখুন: https://youtu.be/lzsRP4hmDCc?si=Rs7x5sVBY735Eb9R

এম.কে.

×