ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

জামায়াত কর্মীদের নিয়ে যে মন্তব্য করলেন হিন্দু নেতা পরিমল কান্তি

প্রকাশিত: ১১:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত কর্মীদের নিয়ে যে মন্তব্য করলেন হিন্দু নেতা পরিমল কান্তি

ছবি: সংগৃহীত

কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে হিন্দু নেতা পরিমল কান্তি শীল বক্তব্য রাখেন এবং সেখানে জামায়েত কর্মীদের নিয়ে কথা তোলেন তিনি। 

তিনি বলেন, প্রথমেই আমি বর্তমান সরকারকে ধন্যবাদ সাধুবাদ জানাই। এই সরকার নিরপেক্ষ সরকার। আমি যখন দায়িত্ব পেয়েছি, আমাদের হিন্দু নেতারা প্রত্যেকটি এলাকায় বিচরণ করেছি। 

তিনি আরও বলেন, সেখানে কখনো কোন হিন্দু মুসলমান দ্বন্দ হয়নি। কেউ অনুদান পায়নি, এমন কেউ বলতে পারবে না। 

তিনি এরপর বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, জামায়াত ইসলামের কর্মীরা কোন বিভেদ রাখে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোন বিভেদ রাখেনা। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা কর্মী হবেন না। আপনারা ডক্টর শফিকুর রহমানের মত একেকজন কর্ণধার হবেন।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=PT4fYnke4Mw

শিলা ইসলাম

×