![ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দিবে ইরান ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দিবে ইরান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-50-2502090441.jpg)
ছবি: সংগৃহীত
এখন থেকে ইরানে বাংলাদেশীদের জন্য ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাবে। বিশেষ করে বন্ধ্যাত্ব, হৃদরোগ, ক্যান্সার এবং প্লাস্টিক সার্জারির জন্য ইরান আগে থেকেই বিখ্যাত এবং বাংলাদেশের জন্য সেখানে বিশেষ টেককেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য ইরানে পৃথিবীর উন্নত দেশগুলো থেকেও অনেক মানুষ আসে। এ পর্যন্ত এই চিকিৎসা পদ্ধতিতে ইরানের থেকে ভালো কেউ করতে পারেনি। আমেরিকা এবং ইউরোপের অনেক রোগী এই চিকিৎসার জন্য ইরানে আসেন।
ইরানের ট্যাকমন্ড ট্যুরিজমের সিইও ডাক্তার আলী বাজাজি বলেন, আমরা বাংলাদেশী রোগীদের জন্য উন্নত এবং সেরা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব। ইরানের সেরা হাসপাতাল এবং অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাসপাতাল গুলোতে, সেরা ডাক্তারদের দ্বারাই তাদের চিকিৎসা করানো হবে। একই সাথে আমরা হালাল খাবার নিশ্চিত করব এবং ভাষাগত অসুবিধার জন্য আমরা দোভাষীর ব্যবস্থা করব।
শুধু চিকিৎসা নয় রোগীদের জন্য চিকিৎসার পাশাপাশি থাকবে ইরানের ঐতিহাসিক জায়গা গুলোতে ভ্রমণ করার সুযোগ। পাশাপাশি চিকিৎসা খরচ ভারত থাইল্যান্ড কিংবা পার্শ্ববর্তী অন্য সব দেশের থেকেও তুলনামূলক অনেক কম।
মুহাম্মদ ওমর ফারুক