![দুই উপদেষ্টার উপস্থিতিতে আজ বিশেষ গণশুনানি দুই উপদেষ্টার উপস্থিতিতে আজ বিশেষ গণশুনানি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/2-2502090438.jpg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
তিস্তা নদীর পানি সমস্যা সমাধানে একটি বিশেষ গণশুনানির আয়োজন করা হয়েছে। জনগণের কাছ থেকে সমস্যা শোনার মাধ্যমে সেই অনুযায়ী সমাধান নেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত গণশুনানীতে অংশ নেবেন অন্তবর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান।
স্থানীয় প্রশাসন আয়োজিত এই বিশেষ গণশুনানিতে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা শোনা হবে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক জানান, গণশুনানির জন্য তিস্তা তীর রক্ষা বাঁধের ওপর মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিকে, উজান থেকে নেমে আসা তিস্তা নদীর প্রবেশদ্বার নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ জিরো পয়েন্ট। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডিমলাকে বাদ দিয়ে "তিস্তা নিয়ে প্রকল্প নয়" শ্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ডিমলা উপজেলা শাখার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ এলাকা সহ বিভিন্ন স্থানে। সেখানে মাইকে বলা হয়, "তিস্তা নদীর যাদুঘর ডিমলায় চাই, বুড়িতিস্তার খনন চাই"—এবং "তিস্তা নিয়ে ভাবনা ডিমলাকে বাদ দিয়ে না" আহবানে সাড়া দেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন।
অপরদিকে, "জাগো বাহে তিস্তা বাঁচাই" শ্লোগানে তিস্তা নদীর পানি সমস্যা সমাধান ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১১ পয়েন্টে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্য আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা চলছে।
এ বিষয়ে আসাদুল হাবীব দুলু বলেন, "তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে নদীর দুই পাড়ে স্থায়ী বাধ নির্মাণের লক্ষ্যে দুইদিন দুইরাত মোট ৪৮ ঘণ্টার লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। এই আন্দোলনে নিজ নিজ উদ্যোগে যুক্ত থাকবেন তিস্তা তীরবর্তী ৫ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের সকল কৃষক, তিস্তার চরবাসী ও সাধারণ জনগণ।" তিনি আরও বলেন, "১৩০ কিলোমিটার নদী তীরবর্তী ১১টি পয়েন্টে লাগাতার এই কর্মসূচী চলবে। এ জন্য ওই ৫ জেলায় বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।"
আসাদুল হাবীব দুলু বলেন, "তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা নদী এখন ধু ধু বালু চর। এর প্রধান কারণ, পার্শ্ববর্তী দেশ শুষ্ক মৌসুমে তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে বিনা কারণে পানি ছেড়ে দেয়। এর ফলে বন্যার কবলে পড়ে লাখ লাখ পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়, হাজার হাজার মানুষ ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি-ঘর ছাড়া হচ্ছে। যে তিস্তা মানুষের জীবন-জীবিকার একমাত্র ভরসা ছিল, সেই তিস্তা এখন বর্ষাকালে অভিশাপ আর শুষ্ক মৌসুমে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
রেজা