![গত ৬ মাসে আমরা উগান্ডা হয়ে গেছি বাস্তবতা এমন না গত ৬ মাসে আমরা উগান্ডা হয়ে গেছি বাস্তবতা এমন না](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-49-2502090418.jpg)
ছবি: সংগৃহীত
এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ একটি টেলিভিশন টকশোতে বলেন, এমন ভাবে মব জাস্টিসের আলোচনা হচ্ছে, যেন আগে আমরা সুইজারল্যান্ড ছিলাম এখন ৬ মাসে আমরা উগান্ডা হয়ে গেছি বাস্তবতা এমন নয়। গত ১৬ বছর তো আমরা আওয়ামী লীগের মব জাস্টিসের মধ্যেই ছিলাম । গুম কি জিনিস এটা কি মবজাস্টিস নয়? আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছে, সংগ্রাম পত্রিকায় ভাঙচুর করা হয়েছে জামাতের প্রতিষ্ঠানগুলোতে ধরে ধরে লুট করা হয়েছে। এটা কেন হয়েছে? ৫ আগস্ট এর পরে দেখলাম সময় টেলিভিশনে অ্যাটাক করা হয়েছে, ডিবিসি টেলিভিশনে ভাঙচুর করা হয়েছে। এটা কেন ? আপনার ভালো নাই লাগতে পারে, এজন্য ভাঙচুর করার কোন সুযোগ নেই।
বিরোধীদলের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, যিনিই বিরোধিতা করেছেন সরকারের তিনি ভয়ঙ্কর মব জাস্টিসের শিকার হয়েছে। কিন্তু আমরা গত কয়েক দিন ধরে মদ জাস্টিসের কথা এমন ভাবে শুনছি যেন এর আগে কখনো মব জাস্টিস ছিলই না। এমন ভাবে মব জাস্টিসের আলোচনা হচ্ছে, যেন আগে আমরা সুইজারল্যান্ড ছিলাম এখন ৬ মাসে আমরা উগান্ডা হয়ে গেছি বাস্তবতা এমন নয়।
আপনি বিচারহীনতার একটি সংস্কৃতি গত ১৬ বছর ধরে তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন ৬ মাসের মধ্যেই আপনি সব ঠিক করে দেবেন, ভালো হয়ে যাবেন, এটা কোনভাবেই সম্ভব না। ৪০ বছর ধরে ডাকাতি করা একজনকে আপনি ছয় মাসের মধ্যে ফেরেশতা বানাতে পারবেন না। এজন্য সময় লাগবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হবে।