ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া, সরকার এমনি টিকে আছে?

প্রকাশিত: ০৯:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া, সরকার এমনি টিকে আছে?

ছবি: সংগৃহীত

গণধিকার পরিষদের নেতা ফারুক হাসান একটি টেলিভিশন টকশোতে বলেন, অনেকেই বলেন রাজনৈতিক দলগুলো এই সরকারকে সাহায্য করছে না। এটা সম্পূর্ণ ভুল, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া এ সরকার কি এমনি টিকে আছে? বরং আমরা যখন এই সরকারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করি, পরামর্শ দেই, আলোচনা করি, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে, সেটা আলোচনার বিষয়, সেটার উত্তর দিতে হবে।

মাননীয় প্রধান উপদেষ্টা এ পর্যন্ত আমাদের চারবার ডেকেছেন। প্রতিটি দল থেকেই আমরা তিন চারজন করে যাই। সেখানে আমাদেরকে সময় দেয়া হয় মাত্র দুই থেকে তিন মিনিট এখন ২-৩ মিনিটে আপনি একটি পরামর্শ দিবেন, আর কি আলোচনা করবেন। যখন আপনি আমাদের আলোচনা শুনবেন আমাদের পরামর্শ অনুযায়ী কোন কিছু বাস্তবায়ন করবেন, সেখানে গিয়ে যদি কোন সমস্যা হয় তখন আপনি বলতে পারবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই কাজ করার কারণে এই সমস্যার মুখোমুখি আমরা হয়েছি। কিন্তু এই সরকার তো আমাদের কোন কথাই শুনছে না।

সরকারকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে একাধিক বার লিখিত সমাধান দিয়েছি। তবে তারা এখনো পর্যন্ত একটাও বাস্তবায়ন করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটাও পরামর্শ বাস্তবায়ন করে নাই। রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে সহযোগিতা করছে না এমন প্রশ্নে এসব কথা বলেন ফারুক হাসান।

মুহাম্মদ ওমর ফারুক

×