ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

কী কারণে ১৫ বছরের অপরাধীকে দেশ ত্যাগ করতে দেয়া হয়েছে?

প্রকাশিত: ০৯:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কী কারণে ১৫ বছরের অপরাধীকে দেশ ত্যাগ করতে দেয়া হয়েছে?

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর একটি টকশোতে বলেছেন, কি কারনে এবং কেন ১৫ বছরের অপরাধীকে দেশ ত্যাগ করতে দেয়া হয়েছে সেই প্রশ্ন কিন্তু এখনো অমীমাংসিত। তিনি আরো প্রশ্ন করেন, কাদের মোল্লার বিচার হওয়ার পরেও নতুন করে আইন পরিবর্তন করে তার ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল কেন? যেই আইন শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে বাতিল করে দিয়েছিলেন, সেই আইন পুনরায় এনে, আইনের ভাষায় যেটাকে বলে একই মুরগি দ্বিতীয়বার জবাই করা। তিনি কিছু লোককে ফাঁসি দিয়েছেন।

নিজে নিজে আইন তৈরি করে কিছু মানুষকে জুডিশিয়াল ক্লিং কে করেছেন? গত ১৫ বছর ধরে যিনি জাতির মধ্যে একটি  অন্ত কোন্দল তৈরি করে ভাগ ভাগ করে রেখেছিলেন। বৈষম্য সৃষ্টি করে একটি বর্ণবাদী সমাজ কায়েম করেছিলেন তিনি কে? তিনি কয়েকদিন আগে ডক্টর ইউনুস এর বিরুদ্ধে ভাষণ দিয়েছেন। অনেক কান্নাকাটি করেছেন তবুও তিনি কি একটিবারও ভেবেছেন গত ১৫ টা বছর ধরে একটা জাতিকে তিনি কিভাবে নিষ্পেষিত করেছেন নিপীড়িত করেছেন?

সাংবাদিক আব্দুল আউয়াল মূলত শেখ হাসিনাকে নির্দেশ করে কথাগুলো বলেছেন। তিনি জানতে চেয়েছেন এত নির্যাতন অত্যাচারের পরেও শেখ হাসিনাকে কেন দেশ ত্যাগ করতে দেয়া হয়েছে, কেন তাকে বিচারের মুখোমুখি করা হয়নি।


 

মুহাম্মদ ওমর ফারুক

×