![বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/08-2502082107.jpg)
নির্বাচন অফিস
বিগত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের দেওয়া বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন। এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে হবে। ভোটার শিক্ষা ও সচেতনতা এবং গবেষণা কার্যক্রমকে নির্বাচন কমিশনের দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত করা, এসব কার্যক্রমে শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার সহায়তা নিতে হবে।
এছাড়া, আউয়াল কমিশন ২০২৩ সালে যেসব বিতর্কিত রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করেছে, যথাযথ তদন্ত-সাপেক্ষে সেগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। রাষ্ট্রপতির ও জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব। একইভাবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণও কমিশনের অন্যতম। সরকারের পরিবর্তে স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্বও ইসির অধীনে আনতে হবে। কমিশনের সুপারিশ দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার।
শহীদ