ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল প্রক্রিয়া শুরু

ছবি : সংগৃহীত

বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এই সংক্রান্ত ১,৫২২টি আবেদন ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যার মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন রয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যা সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। আপিল ট্রাইব্যুনালে যারা জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনি সীমাবদ্ধতায় অনেকের আবেদন গ্রহণ হয়নি

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, যারা বরখাস্তের বিরুদ্ধে বিভাগীয় আপিল বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল সম্ভব নয়। এছাড়া, নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলায় অভিযুক্তদের আবেদনও বিবেচনায় নেওয়া হয়নি।

প্রশাসন জানায়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। তবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের শৃঙ্খলাপরিপন্থী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মো. মহিউদ্দিন

×