ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ভারত আরেকবার সুযোগ পেলে আগের ভুল আর করবে না কি মনে করিয়ে দিতে চাইলেন ইলিয়াস

প্রকাশিত: ০০:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারত আরেকবার সুযোগ পেলে আগের ভুল আর করবে না কি মনে করিয়ে দিতে চাইলেন ইলিয়াস

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ বাংলাদশে সময় রাত ১১ টা ২৫ মিনিটে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।যেখানে ইলিয়াস হোসেন পুলিশের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন।

ইলিয়াস তাঁর পোস্টে উল্লেখ করেন, শাওন যেদিন ধরা পড়লো সেদিন একজন জানিয়েছিলো শাওনকে গ্রে'ফতা'র করা হয়নি, নি'রাপত্তা দেয়ার জন্যে আসিফ নজরুল তাকে পু'লিশের হে'ফাজতে নিতে বলেছে। 

আমি বিশ্বাস করিনি উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু বাস্তবে তাই হলো৷ আজকে পুলিশের খুনী মোল্লা নজরুলকে ধরে নিয়ে মিডিয়াতে বলা হচ্ছে, "ডিবি হে'ফা'জতে মোল্লা নজরুল!" পুলিশ কি অপরাধীদের হেফাজত করার জন্যে ব্যবহৃত হচ্ছে?

এখনও পু'লিশে'র আওয়ামি খুনীদের চাকরিচ্যুত করা হচ্ছে না, উল্লেখ করে তিনি আরো বলেন, পুলিশের যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিলো তাদেরকে নানাভাবে বাঁচানোর চেষ্টা চলছে৷ অনেককে গোপনে গোপনে চাকরিতে ফেরানো হয়েছে৷

সরকার আসলে কি চায়? সমন্বয়কদের বলবো হত্যা মামলার ব্যাপারে সিরিয়াস হোন, পুলিশ, আর্মি, সচিবালয়কে আওয়ামিমুক্ত করুন তা না হলে আওয়ামী লীগ আবার যদি ফিরে আসে তাহলে কি হবে সেটা গাজীপুর দেখেই শিক্ষা নেন৷ আপনারা আওয়ামী লীগের সাথে কুতুকুতু খেললেও আওয়ামী লীগ ফিরলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে৷ ভারত আরেকবার সুযোগ পেলে আগের ভুল আর করবে না৷

ফুয়াদ

×