![আপনারা আ. লীগের সাথে কুতুকুতু খেললেও আ. লীগ ফিরলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে: সাংবাদিক ইলিয়াস আপনারা আ. লীগের সাথে কুতুকুতু খেললেও আ. লীগ ফিরলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে: সাংবাদিক ইলিয়াস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/131-2502081800.jpg)
ছবি: সংগৃহীত
সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের হেফাজত নেওয়ার নামে তাদের রক্ষা করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না এনে আড়াল করার চেষ্টা চলছে।
তিনি উল্লেখ করেন, শাওন গ্রেপ্তারের সময় একজন তাকে জানিয়েছিলেন যে শাওনকে মূলত গ্রেপ্তার করা হয়নি, বরং নিরাপত্তা দেওয়ার জন্যই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রথমে তিনি এ তথ্য বিশ্বাস না করলেও পরবর্তীতে বাস্তবে সেটাই ঘটতে দেখেন। একইভাবে, পুলিশ সম্প্রতি খুনি মোল্লা নজরুলকে ধরে নিয়ে গেছে, কিন্তু মিডিয়ায় জানানো হচ্ছে যে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। ইলিয়াস প্রশ্ন তুলেছেন, পুলিশ কি সত্যিই অপরাধীদের রক্ষা করার জন্য ব্যবহৃত হচ্ছে?
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ বাহিনীতে থাকা আওয়ামী ঘরানার খুনিদের এখনো চাকরিচ্যুত করা হয়নি এবং যাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, তাদের বাঁচানোর নানা চেষ্টা চলছে। এমনকি অনেককে গোপনে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইলিয়াস বলেন, "সমন্বয়কদের বলবো, হত্যা মামলাগুলোকে গুরুত্ব সহকারে নিন। পুলিশ, সেনাবাহিনী ও সচিবালয়কে আওয়ামীমুক্ত করুন। তা না হলে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে কী হবে, তা গাজীপুরের ঘটনা থেকেই শিক্ষা নেওয়া উচিত।"
তিনি সতর্ক করে বলেন, "আওয়ামী লীগ ফিরে এলে আপনাদের নিয়ে ফুটবল খেলবে। ভারত যদি আরেকবার সুযোগ পায়, তবে আগের ভুল আর করবে না।"
এম.কে.