![হাসিনা-রাসেলের নামে সেনানিবাস সম্পর্কে যা বললেন হাসিনুর হাসিনা-রাসেলের নামে সেনানিবাস সম্পর্কে যা বললেন হাসিনুর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/111-2502081731.jpg)
ছবি: সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে সেনানিবাসে শেখ হাসিনা ও শেখ রাসেলের নাম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি লেখেন, "আমাদের উপদেষ্টারা! এখনো শেখ হাসিনার নামে বরিশালে একটি সেনানিবাস রয়েছে। শেখ রাসেলের নামেও যমুনায় আরেকটি সেনানিবাস প্রতিষ্ঠিত হয়েছে, পাশাপাশি তার নামে স্কুলও রয়েছে। জাতীয় বিষয়গুলো নিয়ে মশকরা করা হচ্ছে।"
এম.কে.