ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

পুলিশে আওয়ামী লীগের দোসর আছে: ফেসবুকে ইশরাক হোসেন

প্রকাশিত: ২৩:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশে আওয়ামী লীগের দোসর আছে: ফেসবুকে ইশরাক হোসেন

ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গাজীপুরের সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে তার এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেন, “আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে, নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগপন্থীরা অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে। গাজীপুরের সাম্প্রতিক ঘটনা সেটাই প্রমাণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো বলছি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তাদের অপসারণ করতে হবে এবং গণহত্যায় জড়িতদের গ্রেফতার করতে হবে।”

সরকারের কঠোর সমালোচনা করে ইশরাক বলেন, “এত ভয় পাওয়ার কী আছে? সেনাবাহিনী বা সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে কি বলা যাবে না? ছোঁয়া যাবে না? আমরা জনগণ শেখ হাসিনাকেও তো গণ্য করি না, আর এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী।”

তিনি অবিলম্বে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা জনগণ সরকারের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

গাজীপুরের ঘটনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া

সম্প্রতি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। বিএনপির নেতারা দাবি করছেন, প্রশাসনের ভেতরে সরকারের অনুগত চক্র সক্রিয় রয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বিএনপির পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপের দাবি তোলা হচ্ছে।

মো. মহিউদ্দিন

×