ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

৩২ শেষে এবার সীমান্তে ডাক পিনাকীর, ঘটছে বড় কিছু?

প্রকাশিত: ২২:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

৩২ শেষে এবার সীমান্তে ডাক পিনাকীর, ঘটছে বড় কিছু?

দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গেল কদিন আগেই রাতে ঢাকা শহরে 'মার্চ টু ধানমন্ডি বত্রিশ' কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি)  রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।

সেই মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা।

এবার বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য এবার সীমান্ত ইস্যু নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে ,পোস্ট করেছেন।

পিনাকী বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ এর সময় করা পোস্টে পিনাকী বলেন, আজ রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাইনবয়াবগঞ্জ এ জিয়াফতে রওনা হচ্ছি আমরা ১১.০০ টায়

কেন্দ্রীয় শহীদ মিনারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন,কেন্দ্রীয় শহীদ মিনার হতে, আগ্রহীরা দ্রুত চলে আসুন। আমরা ৭ টা বাস নিয়ে রওনা দিচ্ছি।

স্থানের কথা উল্লেখ করে পিনাকী বলেন, জিয়াফতের স্থান: চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরনগঞ্জ সীমান্ত।

উল্লেখ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত ৩১ হাজার রিয়েক্ট এর সাথে ৪৬০ বার শেয়ার হয়েছে।

ফুয়াদ

×