ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

মিজানুর রহমান আজহারীর পোস্ট: ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক

প্রকাশিত: ২২:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মিজানুর রহমান আজহারীর পোস্ট: ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক

ছবি : সংগৃহীত

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তার এই পোস্ট নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংক্ষেপে লেখেন, "‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।" তবে তিনি এই অপারেশন সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত উঠে এসেছে। অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছেন, তিনি কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন। অন্যদিকে, কিছু অনুসারী তার পোস্টকে সমর্থন জানালেও কেউ কেউ এর ব্যাখ্যা চেয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মিজানুর রহমান আজহারীর বক্তব্য ভাইরাল হয়েছে। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে তার এই পোস্ট কোনো নির্দিষ্ট ঘটনার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’–এর ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র–জনতা গুরুতর আহত হয়েছেন।

মো. মহিউদ্দিন

×