ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

তিনি কাঁদেন ভেঙে ফেলা স্মৃতি বিজড়িত বাড়ির জন্য, কাঁদেন মেট্রোরেলের জন্য: মেহেদী হাসান

প্রকাশিত: ২১:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

তিনি কাঁদেন ভেঙে ফেলা স্মৃতি বিজড়িত বাড়ির জন্য, কাঁদেন মেট্রোরেলের জন্য:  মেহেদী হাসান

ছবিঃ সংগৃহীত

লেখক ও সমালোচক মেহেদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি তার পোস্টে লেখেন,"তিনি কাঁদেন ভেঙে ফেলা স্মৃতি বিজড়িত বাড়ির জন্য, কাঁদেন মেট্রোরেলের জন্যও, কিন্তু দুই হাজার তাজা প্রাণ কেঁড়ে নেওয়ার অনুতাপে তাকে কখনোই কাঁদতে দেখি নাই। অনুতাপ!এটা তো মানুষের বৈশিষ্ট্য।"

তার এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে তিনি এ মন্তব্য করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা হাজার হাজার মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, তাদের পঙ্গু করে রেখেছে, কিন্তু সে মানুষের ওপর সহানুভূতি না দেখিয়ে মেট্রোরেল ভাঙার কারণে মেট্রোস্টেশনে গিয়ে কান্না করেছেন, এবং এখনো তার ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে কান্না শোনা যাচ্ছে, কিন্তু মানুষের ওপর অত্যাচারের বিষয়ে তার কোন অনুতাপ নেই, কোন অনুশোচনা নেই। তিনি কীভাবে মানুষ হতে পারেন? এটাই প্রশ্ন তুলেছেন মেহেদী। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EG6WyyZuQ/

মারিয়া

আরো পড়ুন  

×