ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সংসদে আলোচনা, মোদি সরকারের কল্পিত পরিসংখ্যান!

প্রকাশিত: ২১:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সংসদে আলোচনা, মোদি সরকারের কল্পিত পরিসংখ্যান!

ছবিঃ সংগৃহীত

ভারতীয় সংসদে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সংসদে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, গত বছরের ২৬ নভেম্বর থেকে এ বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ৭৬টি ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, গত বছরের আগস্ট থেকে ২৩ জন সংখ্যালঘুর মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং ১৫২টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সংসদে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ অনিল যশবন্ত দেশাই এই বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, কতজন সংখ্যালঘু আক্রান্ত বা নিহত হয়েছেন এবং কূটনৈতিক পর্যায়ে ভারত কী পদক্ষেপ নিয়েছে।

বিদেশ প্রতিমন্ত্রী জানান, ভারতীয় সরকার বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে এবং এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করেছে। ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরের সময় ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকার জানায়, সংখ্যালঘুদের ওপর হামলার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনও সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর নিয়মিত পর্যবেক্ষণ করছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/14nFRXRT8w/

মারিয়া

×