ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি নাগরিক স্বাধীনতা পায়নি: জামায়াত নায়েবে আমির

প্রকাশিত: ২১:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি নাগরিক স্বাধীনতা পায়নি: জামায়াত নায়েবে আমির

ছবিঃ সংগৃহীত

অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন পতাকা পেলেও প্রকৃত নাগরিক স্বাধীনতা অর্জন করতে পারেনি। তিনি মনে করেন, দেশের স্বাধীনতা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, এটি সবার জন্য সমানভাবে নিশ্চিত করা উচিত। স্বাধীনতা অর্জনকারী ছাত্র-জনতাসহ ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্রিত করে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনকালে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পুরোপুরি অপসারণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন আয়োজনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, নইলে তা বিতর্কিত হয়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে সময় নষ্ট করা যাবে না, তবে তাড়াহুড়ো করাও উচিত হবে না। যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/14zAmfgGyB/

মারিয়া

×