ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট?

প্রকাশিত: ২১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট?

ছবিঃ সংগৃহীত

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে, যাতে গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং হামলাকারীদের আইনের আওতায় আনা যায়। শুক্রবার রাতের ওই হামলায় কয়েকজন গুরুতর আহত হন, যা নিয়ে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যৌথ বাহিনী আজ থেকেই সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করবে এবং বিস্তারিত তথ্য রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা হামলাকারীদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। হামলায় আহত সাতজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভস্থল পরিদর্শন করেছেন এবং হামলার পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন। হামলার ঘটনায় ক্ষমা চেয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের দাবি, স্বৈরাচারবিরোধী আন্দোলন দমাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/5oCIestiRFs?si=rtpj4oNzj1q96uy_

মারিয়া

×