ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

এবার বিহারিদের পাশে দাঁড়ালেন পিনাকী, যা বললেন

প্রকাশিত: ২১:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

এবার বিহারিদের পাশে দাঁড়ালেন পিনাকী, যা বললেন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বসবাসরত বিহারীদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বিহারিদের ইনসাফ ও ন্যায়বিচারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। 

একটি প্রচারণায় বলা হয়েছে, "আসুন ইনসাফের বাংলাদেশ গড়ি, বিহারিদের প্রতি বেইনসাফি বন্ধ করি!"

বিহারিরা মূলত জেনেভা ক্যাম্পসহ মিরপুর ও আশপাশের বিভিন্ন ক্যাম্পে বসবাস করেন। মানবেতর জীবনযাপনের অভিযোগ তুলে বলা হয়েছে, এসব ক্যাম্প অমানবিক ও বসবাসের অনুপযোগী।

এই বার্তায় আরও উল্লেখ করা হয়, "পাকিস্তান আমলে বিহারিদের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বাড়ি-সংসার সবই ছিল। তারা ছিল সম্ভ্রান্ত পরিবার। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করা হয় এবং একসঙ্গে জড়ো করা হয় ক্যাম্পে। ৫৫ বছর পেরিয়ে গেলেও তারা ভোটাধিকার ফিরে পায়নি।"

বিহারিদের অধিকার রক্ষার দাবিতে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সকলের জন্য গুরুত্বপূর্ণ। তবে সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/165bKtTbYC/

মারিয়া

×