![আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন! আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/74-2502081449.jpg)
গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভানেত্রী।কার্যত তাঁরপর থেকেই দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।
সম্প্রতি দিল্লিতে বসে শেখ হাসিনা ছয় মাস পালিয়ে যাওয়ার ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে আবারো উত্তাপ ছড়ায়।যে উত্তাপের জেরে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি “ইউটিউব ফানি স্ট্যাটাস” পেজে একটি পোস্ট ভাইরাল হয়।ভাইরাল হওয়া পোস্টটি মাহবুব জমাদ্দার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়।যেখানে দাবি করা হয়,ইমারজেন্সি এই পেজটি বিক্রি করা হবে।
পরে আওয়ামী লীগের মূল ভেরিফায়েড ফেসবুকের একটি স্ক্রীনশট শেয়ার করা হয়।যেখানে দেখা যায় আওয়ামী লীগের ভেরিফায়েড করা পেজটি ৩.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
যেখানে ওমর ভাই বলেন ১৫০ রুপি দেগা,সাইফ হোসেন নামে একজন বলেন, দাম কত?কমেডি বাংলা বলেন ইনবক্সে করেন।
উল্লেখ্য নিজস্ব রিপোর্টার অনুসন্ধান করে দেখেন আওয়ামী লীগের নিজস্ব ভেরিফায়েড পেজটি এখনো ঠিকই রয়েছে।যেখানে এখনো সরকারি ভাবে কিংবা আলাদা কোন সোর্সে নিশ্চিত হওয়া যায় নি আসলেই আওয়ামী লীগের ভেরিফায়েড পেজটি বিক্রি করা হবে কিনা?
ফুয়াদ