![প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদ করায় মা’কে মারধর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদ করায় মা’কে মারধর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_20-32-5-2502081434.jpg)
ছবিঃ সংগৃহীত
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ওই কিশোরীর বাবা তিন জনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা দায়ের করেন। কিশোরীর স্বজনদের মারধরের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত হোসেন হাওলাদার পলাতক রয়েছেন।
গ্রেপ্তার দুই আসামি হলেন সেলিম হাওলাদার এবং হাসান হাওলাদার। মূল অভিযুক্ত হোসেন হাওলাদার এখনো পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে, পুলিশ কিশোরীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য। মারধরের ঘটনায় কিশোরীর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কিশোরীর মা ময়না আক্তার (ছদ্মনাম) অভিযোগ করেছেন, ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে তিনি কিশোরীকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান। সেই সময় হোসেন হাওলাদার কিশোরীকে ডেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে ময়না আক্তার দ্রুত সেখানে পৌঁছান, তবে হোসেন পালিয়ে যান।
তিনি আরো অভিযোগ করেছেন, ধর্ষণের প্রতিবাদ জানালে হোসেনের বাবা সেলিম হাওলাদার এবং ভাই হাসান হাওলাদার তাকে ও কিশোরীর ফুফুকে মারধর করেন। হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বজনদের মারধরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তথ্যসূত্রঃ ফ্রন্ট পেজ
মারিয়া